রবিবার, ২২ নভেম্বর, ২০২০

S2E58 | 2:103-105 | আহলে-কিতাব ও মুশরিকদের মনঃপুত নয় যে, তোমাদের প্রতি কোন কল্যাণ অবতীর্ণ হোক

 #identity #bangla #কল্যাণ

S2E58 | 2:103-105 | আহলে-কিতাব ও মুশরিকদের মনঃপুত নয় যে, তোমাদের প্রতি কোন কল্যাণ অবতীর্ণ হোক যদি তারা ঈমান আনত এবং খোদাভীরু হত, তবে আল্লাহর কাছ থেকে উত্তম প্রতিদান পেত। যদি তারা জানত। হে মুমিন গণ, তোমরা ‘রায়িনা’ বলো না-‘উনযুরনা’ বল এবং শুনতে থাক। আর কাফেরদের জন্যে রয়েছে বেদনাদায়ক শাস্তি। আহলে-কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কাফের, তাদের মনঃপুত নয় যে, তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের প্রতি কোন কল্যাণ অবতীর্ণ হোক। আল্লাহ যাকে ইচ্ছা বিশেষ ভাবে স্বীয় অনুগ্রহ দান করেন। আল্লাহ মহান অনুগ্রহদাতা।

watch it on youtube
https://www.youtube.com/watch?v=u2X7nXQiv_0&ab_channel=QuranicThoughtsinBangla

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন