শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১

S2E89| 2:143 | যাতে একথা প্রতীয়মান হয় যে, কে রসূলের অনুসারী থাকে

 #পরীক্ষা #কেবলা #Bangla

S2E89| 2:143 | যাতে একথা প্রতীয়মান হয় যে, কে রসূলের অনুসারী থাকে এমনিভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী সম্প্রদায় করেছি যাতে করে তোমরা সাক্ষ্যদাতা হও মানবমন্ডলীর জন্যে এবং যাতে রসূল সাক্ষ্যদাতা হন তোমাদের জন্য। আপনি যে কেবলার উপর ছিলেন, তাকে আমি এজন্যই কেবলা করেছিলাম, যাতে একথা প্রতীয়মান হয় যে, কে রসূলের অনুসারী থাকে আর কে পিঠটান দেয়। নিশ্চিতই এটা কঠোরতর বিষয়, কিন্তু তাদের জন্যে নয়, যাদেরকে আল্লাহ পথপ্রদর্শন করেছেন। আল্লাহ এমন নন যে, তোমাদের ঈমান নষ্ট করে দেবেন। নিশ্চয়ই আল্লাহ, মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল, করুনাময়।

watch it on youtube
https://www.youtube.com/watch?v=j7wdT-JmYvc&ab_channel=QuranicThoughtsinBangla

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন