শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

S5E56 | 4:117-121 | [সূরা আন-নিসা, ৪ঃ ১১৭- ১২১]

 S5E56 | 4:117-121 | [সূরা আন-নিসা, ৪ঃ ১১৭- ১২১]

তারা আল্লাহকে ছেড়ে শুধু কতকগুলো দেবীরই পূজা করে, তারা কেবল আল্লাহদ্রোহী শায়ত্বনের পূজা করে। আল্লাহ তাকে লা‘নাত করেছেন কারণ সে বলেছিল, ‘আমি তোমার বান্দাদের থেকে নির্দিষ্ট অংশকে আমার অনুসারী হিসেবে গ্রহণ করব।’ তাদেরকে অবশ্য অবশ্যই পথভ্রষ্ট করব, তাদেরকে অবশ্য অবশ্যই বহু প্রলোভন দেব এবং তাদেরকে অবশ্য অবশ্যই নির্দেশ দেব, ফলে তারা জন্তু-জানোয়ারের কান ছেদন করবে, আমি তাদেরকে অবশ্য অবশ্যই নির্দেশ দেব, ফলে তারা অবশ্য অবশ্যই আল্লাহর সৃষ্টি বিকৃত করবে। আল্লাহকে বাদ দিয়ে যে কেউ শয়ত্বানকে অভিভাবক হিসেবে গ্রহণ করে, সে সুস্পষ্টত ক্ষতিগ্রস্ত। সে তাদেরকে আশ্বাস দেয়, মিথ্যা প্রলোভন দেয়, বস্তুতঃ শয়ত্বান তাদেরকে যে আশ্বাস দেয় তা ছলনা ছাড়া আর কিছুই নয়। এরাই তারা যাদের আবাসস্থল জাহান্নাম এবং তারা তাত্থেকে নিস্কৃতি পাওয়ার কোন পথ পাবে না। Quranic Thoughts in Bangla Dr. Abdul Baqi Sharaf কুরআনের চিন্তাধারা। ডঃ আব্দুল বাকী শরফ। #Quran #Islamicreminders #Islamicquotes #Islamicchannel #তাফসীর #কুরআন #Muslim #Bangla #Bangladesh #QuranicThoughtsInBangla

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন